আওয়ামী লীগের সহযোগী সংগঠন সেচ্ছাসেবক লীগের সম্মেলনে মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে সভাপতি ও পঙ্কজ দেবনাথকে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
বুধবার সংগঠনের জাতীয় সম্মেলনের ২য় অধিবেশনে নতুন এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগের কমিটিতে মোল্লা মোহাম্মদ আবু কাওছার ভারপ্রাপ্ত সভাপতি ও পঙ্কজ দেবনাথ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কাউন্সিল অধিবেশনে সংগঠনের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম উপস্থিত থেকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
আগামী ২-৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।