<a href="https://www.barta71.com/wp-content/uploads/2012/07/13124_nazrul-vc.jpg"><img src="https://www.barta71.com/wp-content/uploads/2012/07/13124_nazrul-vc.jpg" alt="" title="13124_nazrul-vc" width="140" height="172" class="alignleft size-full wp-image-2615" /></a> প্রেসিডেন্ট বললে পদত্যাগ করতে রাজি বলে জানিয়েছেন বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলাম। বলেছেন, প্রেসিডেন্ট চাইলে তবেই তিনি পদত্যাগ করবেন। তিনি জানিয়েছেন, আমার পদত্যাগ করার এখতিয়ার নেই। প্রেসিডেন্ট আমাকে নিয়োগ দিয়েছেন। তিনি চাইলে আমি পদত্যাগ করব।