বিনোদন ডেস্ক: নিজের খোলামেলা ইমেজের কারণেই পরিচিত বলিউডের শীর্ষ আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। ইতিমধ্যে বলিউডের একাধিক ছবির আইটেম গানে ব্যাপক খোলামেলা পোশাকে পারফর্ম করে আলোচিত হয়েছেন তিনি। এছাড়াও বেশ কিছু পপ গানেও দেখা গেছে তার খোলামেলা পারফরমেন্স। শুধু তাই নয়, শিল্পী মিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে এবং বিভিন্ন সময় বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সমালোচনা করে নিজেও সমালোচিত হয়েছেন রাখি। এদিকে নতুন খবর হলো, আলোচিত-সমালোচিত এই তারকা এবার নগ্ন হয়ে আসছেন একটি নতুন ছবিতে। নাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করছেন রাম গোপাল বার্মা। এটি একটি ভৌতিক ছবি। ইতিমধ্যে বার্মার ভৌতিক ছবি ‘ভূত’ এবং ‘ভূত রিটার্নস’ বেশ আলোচিত হয়েছে। সেদিক থেকে এটি হবে তার তৃতীয় ভৌতিক ছবি। এ ছবিতে রাখি সাওয়ান্ত একজন তরুণীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন, যিনি কিনা একটি অপমৃত্যুর পর আত্মা হয়ে যান। এরপর রাখি শুরু করেন তার মৃত্যুর সঙ্গে জড়িতদের ওপর প্রতিশোধ নেয়া। এদিকে এটি রাখির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ছবি। কারণ, অভিনেত্রী হিসেবে এর আগে এতো দীর্ঘ সময় ধরে অভিনয়ের সুযোগ হয়নি তার। অন্যদিকে এ ছবির কয়েকটি দৃশ্যে বেশ নগ্নভাবে উপস্থাপিত হতে যাচ্ছেন রাখি। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন টুইটার একাউন্টের মাধ্যমে। তিনি টুইটারে লিখেছেন, অনেক দিন পর বলিউডের কোন ছবিতে কাজ করতে যাচ্ছি। এটি রাম গোপাল বার্মার একটি ভৌতিক ছবি। ভূত এবং এ সম্পর্কিত বিষয়গুলোর ওপর আমার আলাদা একটা আগ্রহ রয়েছে ছোটকাল থেকেই। এবার এ ধরনের ছবিতে প্রথম অভিনয় করছি। তবে এখানে সুপার হট নগ্ন রাখিকেই দর্শকরা পাবেন। তবে সে সম্পর্কে এখনই আর বেশি কিছু বলতে চাচ্ছি না এখন। এটা সারপ্রাইজ হয়েই থাক সবার জন্য।