বার্তা ৭১ ডট কমঃ রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে আগামী ১৬ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হতে যাচ্ছে। ১৩ সেপ্টস্বর পর্যন্ত হালনাগাদের কাজ চলবে।
রাজশাহী জেলা নির্বাচন অফিস সূত্রে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আগামী ১৬ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এজন্য যারা নিজ এলাকায় ভোটার হতে ইচ্ছুক তাদের ওই সময়ের মধ্যে বড়িতে অবস্থান করতে হবে।
২০১৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে অথবা যাদের বয়স ১৮ বছরের বেশি কিন্তু এখনও ভোটার হতে পারেননি, তাদের নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ করা হবে। পরে ১ আগস্ট থেকে ১৩ সেপ্টম্বর পর্যন্ত নিজ ওয়ার্ড কার্যালয়ে ভোটার আইডি কার্ডের জন্য ছবি তোলা হবে।
মোহাম্মদ মনিরুল ইসলাম আরও জানান, এই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নগর ভবনের সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০জন ওয়ার্ড কাউন্সিলরসহ দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। এতে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।