বার্তা ৭১ ডট কমঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ন্যাম গার্ডেনের অফিসার্স কোয়ার্টার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম-সচিবের মৃতদেহ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ।
ওই যুগ্ম-সচিবের নাম মনোয়ার হোসেন (৫৮)
বৃহস্পতিবার ভোরে মৃতদেহ উদ্ধার করা হলেও জানাজানি হয় বিকেলে।
কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার ভোররাতে ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারের ২ নম্বর বিল্ডিংয়ের গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মনোয়ার হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন জানান, জানুয়ারি মাসে ওএসডি হওয়ার পর থেকে তিনি ব্যক্তিগত জীবনে হতাশায় ভুগছিলেন। রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে কোনো এক সময় জানালার গ্রিলের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে কাউকে না জানিয়ে লাশ গোসল করিয়ে রাজশাহীর হেতেম খাঁ নিয়ে যাওয়ার জন্য বিল্ডিয়ের পার্কিংয়ে রাখা হয়।
কাফরুল থানা ওসি আরও জানান, লাশ রাজশাহীর হেতেম খাঁ নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তার মৃতদেহ উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, “বিষয়টি রহস্যজনক। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”