বার্তা ৭১ ডট কমঃ নাইজেরিয়ায় তেলবাহী লরি দুর্ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনা কবলিত লরিটিতে আগুন ধরে গেলে পুড়ে মারা যান তারা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ৩৫ ব্যক্তিকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার সড়ক যোগাযোগ বিভাগের কর্মকর্তারা।
পুলিশ জানায়, সকালের দিকে পেট্রোলভর্তি লরিটি অকোকবে এলাকায় এসে উল্টে যায়। দুর্ঘটনার ফলে লরিটিতে ছিদ্র হয়ে তেল নির্গত হতে থাকে। এ সময় স্থানীয়রা ছিদ্রপথ দিয়ে বের হওয়া তেল সংগ্রহ করতে গেলে হঠাৎ তাতে আগুন ধরে যায়।
আফিকার তেল সম্বৃদ্ধ দেশ নাইজেরিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত নাজুক। সে কারণে সেখানে প্রায় দুর্ঘটনার কবলে পড়ে তেলের লরিগুলো।