বার্তা ৭১ ডট কমঃ পাকিস্তানের লাহোরে বন্দুকধারীদের গুলিতে আট পুলিশ ও এক কারারক্ষী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও নয়জন।
বৃহস্পতিবার ভোরে লাহোরের ব্যস্ততম এলাকার এক ভবনে এ হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় ওই নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে ছিলেন। খবর: ডন অনলাইন।
লাহোর পুলিশের প্রধান আসলাম তারিন জানান, হামলাকারীরা মোটর সাইকেলে করে এসে আকস্মিকভাবে ভবনটিতে হামলা চালায়। ওই ভবনে ৩৫ জন পুলিশ ও কারারক্ষী ছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছে।
তিনি বলেন, হামলাকারীরা এসে দ্রুত ভবনে উঠে যায়। এরপর তারা এলোপাথাড়িভাবে গুলি ছুড়তে শুরু করে।
এ হমালার ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে কারা এর সাথে জড়িত তা তদন্তে পুলিশ মাঠে নেমেছে বলে জানান লাহোর পুলিশের প্রধান।
পাকিস্তানে গত তিনদিনে নিরাপত্তাকর্মীদের ওপর এ ধরনের দুটি হামলার ঘটনা ঘটলো।