লাইফস্টাইল ডেস্কঃ যৌন আসক্তির ফলে কর্মজীবনে ক্ষতি হতে পারে মানুষের। এমনটাই জানা যাচ্ছে সাম্প্রতিক এক সমীক্ষা থেকে। কারণ,এই যৌন আসক্তির ফলে ব্যক্তিরা ঘন্টায় পর ঘন্টা চ্যাট রুমে সময় কাটান অথবা সেক্স সাইট দেখে সময় কাটান। আর এর ফলে কাজ করার সুযোগ হারান তাঁরা।
২৭ শতাংশ যৌন আসক্ত ব্যক্তি জানিয়েছেন,এই কারনে তাঁরা নিজের কেরিয়ারের মারাত্মক সর্বনাশ করেছেন। এই সমীক্ষায় আরও বলা হয়েছে, সব আসক্তির শুরু হয় ভাল অভ্যাস থেকে। খাওয়া-দাওয়া, শপিং, এক্রারসাইজ, কাজ করা, ড্রাগ, অ্যালকোহল ক্ষেত্রেই এমন ঘটে বলে এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে। এই সমীক্ষা যে সংস্থা করেছে তারা এই বিষয়টি আয়ত্তে আনার জন্য একটা হেল্প সেন্টারও গড়েছে।