মানিকগঞ্জ
বার্তা ৭১ ডট কমঃ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মানিকগঞ্জে এক কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই ছ্ত্রাীর নাম আলেয়া আক্তার স্মৃতি (২২) হোসেনের কলেজ পড়-য়া এক মাত্র কন্যা আলেয়া আক্তার স্মৃতিকে পাশ্ববর্তী শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের আখের আলীর বখাটে পুত্র ইসমাইল হোসেন দীর্ঘ দিন ধরে উত্যক্ত করার পাশাপাশি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এতে পরিবার ও মেয়ে রাজি না থাকায় সকালে ইসমাইল ধারালো অস্ত্র দিয়ে স্মৃতির বাড়িতে ঢুকে তাকে জবাই করে হত্যা করে। এরপর ঘাতক ইসমাইল পালিয়ে যায়।