বিনোদন ডেস্কঃ সেক্স কিংবা শারীরিক সম্পর্কের বিষয়টি আসলে খুব সহজ ও মজার ব্যাপার। এটাকে কঠিন ভাবার কোন কারণ নেই। আমি মনে করি কোন নারীর যৌন আবেদন জাগিয়ে তুলতে পুরুষের সান্নিধ্যের দরকার হয় না। সেক্স বিষয়টি থাকে মানুষের মাথা-মগজের মধ্যে। দূর থেকেও কল্পনার মাধ্যমে যে কারও আবেদন জেগে উঠতে পারে। সম্প্রতি সেক্স-যৌনতা বিষয়ে এমন খোলামেলা আলোচনাতে মেতে ছিলেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। ইন্ডিয়া টুডে পত্রিকা সেক্স ও যৌনতা বিষয়টি নিয়ে একটি আড্ডার আয়োজন করে তাদের কার্যালয়ে। যেখানে উপস্থিত ছিলেন ৩৩ বছর বয়সী বিপাশা বসু, ‘জিসম-২’ খ্যাত অভিনেতা রণদীপ হুদা ও শোভা দে। এ আড্ডার সঞ্চালক ছিলেন ইন্ডিয়া টুডে’র সম্পাদক কাভিরি বামজাই। এদিকে বেশ দীর্ঘ সময় ধরে সেক্স বিষয়ে জরিপ চালাচ্ছে ইন্ডিয়া টুডে। পত্রিকাটি একটি বিশেষ সংখ্যাও প্রকাশ করেছে এ বিষয়টি নিয়ে। মূলত সেই জরিপ উদযাপনের জন্যই এ আড্ডার আয়োজন করা হয়েছিলো। এখানে এসব তারকা সেক্স বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। এখানে বিপাশা বসু আরও বলেন, নিরাপদ শারীরিক সম্পর্কের বিষয়ে আমাদের দেশের মানুষ এখনও অজ্ঞ। এ বিষয়ে আরও বেশি সচেতনতা গড়ে তোলা দরকার। দরকার হলে আমরাও তাতে অংশ নিতে রাজি আছি।