ঢাকা, ১৩ জুলাই: কুমিল্লার শ্রীকাইলে একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এটি হবে বাংলাদেশের ২৫ তম গ্যাসক্ষেত্র।
শুক্রবার সকালে এ খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর।
তিনি জানান, সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেয়া সম্ভব হবে।
এই ক্ষেত্রে কী পরিমাণ মজুদ রয়েছে তা কয়েকদিন পরে জানা যাবে। যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে গ্যাস আবিষ্কারের ঘোষণা আসতে পারে বলেও তিনি জানান।
গত ২৯ জুন পর্যন্ত তিন হাজার ২১৪ মিটার পর্যন্ত খনন শেষে এ কূপের খনন সমাপ্ত করা হয়। এরপর দুইদিন লগিং (গ্যাসের উপস্থিতি নিশ্চিত) এর কাজ চলে। তখনই বাপেক্স জানিয়েছিল, শ্রীকাইলে গ্যাস পাওয়ার জোরালো সম্ভাবনা দেখতে পেয়েছে তারা।
এর আগে ২০০৪ সালে শ্রীকাইলে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত সেখানে গ্যাস মেলেনি। তবে ওই স্ট্রাকচারের পাশেই আরেকটি স্থানে প্রায় ১৫০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে অনসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় বাপেক্স।
এর আগে ২০১১ সালের ২৮ অগাস্ট নোয়াখালীর সুন্দলপুরেও গ্যাস পায় বাপেক্স। বর্তমানে ওই ক্ষেত্রে থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।