বার্তা ৭১ ডট কমঃ গাজীপুরের ধীরাশ্রমে লাইনচ্যুত খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি সরিয়ে নেয়া হয়েছে। ফলে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ শুরু হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে দীর্ঘ ছয় ঘণ্টা পর রাজধানী ঢাকার সাথে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ আবার শুরু হয়।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
জয়দেবপুর রেল জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ধীরাশ্রম স্টেশনের আউটার সিগন্যালে সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন এবং দুটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।
তিনি বলেন, এর ফলে ঢাকা ও ময়মনসিংহ এবং ঢাকা ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন একতা, যমুনাসহ পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।