বার্তা ৭১ ডট কমঃ রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. হানিফ শিকদার (৩০) সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের এক ছেলের গাড়ি চালাতেন বলে আত্মীয়রা জানিয়েছেন।
উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে হানিফের লাশ পাওয়া যায়।
সাদা রঙের একটি টয়োটা করোলা গাড়ির পেছনের সিটে থাকা লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।
“সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে আমরা তার পরিচয় জানতে পারি। হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে”, বলেন এসআই রহিম।
পুলিশের ধারণা, গাড়িটি টঙ্গী থেকে ঢাকার দিকে আসছিল।
নিহত হানিফের ভাতিজা তৈয়ব শিকদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, হানিফ গত চার বছর ধরে সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের এক ছেলের গাড়ি চালিয়ে আসছিলেন।
তবে ওই গাড়ির মালিকানা কার, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। পটুয়াখালীর ছেলে হানিফ ঢাকার উত্তরা এলাকাতেই থাকতেন।