বার্তা ৭১ ডট কমঃ আমেরিকান ফার্স্ট লেডি মিসেল ওবামাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। খোদ ওয়াশিংটনের এক পুলিশ অফিসার এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে আমেরিকান গোয়েন্দারা।
আমেরিকান সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা ইতিমধ্যেই ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
জানা যায়, শীর্ষ আমেরিকান সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এই খবর ছাপা হবার পরপরই নড়েচড়ে বসে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে দেশটির গোয়েন্দা বিভাগের মুখপাত্র এডউইন ডনোভান জানান, তারা ঘটনাটি সম্পর্কে পূর্ণ সচেতন রয়েছেন। অচিরেই এ ব্যপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের খবর সূত্রে জানা যায়, সংশ্লিস্ট ওই পুলিশ অফিসার সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেয় মোটরসাইকেল বহরের একজন নিয়মিত সদস্য। হঠাৎ করেই গত বুধবার ওই পুলিশ অফিসার ঘোষণা দেন, তিনি মিসেল ওবামাকে গুলি করে মারতে যাচ্ছেন। এমনকি তিনি তার মোবাইল ফোনে মিসেলকে হত্যা করতে কোন অস্ত্র ব্যবহার করবে তারও একটি ছবি দেখান।
ইতিমধ্যে এই ঘটনা আমেরিকান সিক্রেট সার্ভিসের কানে যাবার পর ওই পুলিশ অফিসারটিকে তার ডিউটি থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, তারাও এই অভিযোগ সম্পর্কে অবহিত হয়েছেন। সংশ্লিষ্ট ওই পুলিশ অফিসারের মন্তব্যের ধরণ ও প্রকৃতি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। তবে ওই পুলিশ অফিসারের নাম প্রকাশ করা হয়নি।
এদিকে মিসেলকে এই হত্যার হুমকি সম্পর্কে প্রেসিডেন্টের অফিস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।