বাংলাদেশ আওয়ামী যুবলীগের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শনিবার। এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিলের বর্ণাঢ্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ সাড়ে নয় বছর পর অনুষ্ঠিতব্য এ কাউন্সিলের প্রস্তুতি নিয়ে শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম।
তিনি বলেন, কেন্দ্র যাদের বেছে নেবে তারাই নেতৃত্বে আসবে। তবে যারা ত্যাগী, দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে সহযোগিতা করেছে এবং যারা দক্ষ ও মেধাবী তাদের মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, গত কমিটিতে যারা পদ পেয়েছিল, কিন্তু দলে কোনো কাজ করেনি কিংবা পদ পেয়ে দেশের বাইরে চলে গেছেন, তারা এবার বাদ পড়বেন।
লিখিত বক্তব্যে মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের শুভ সূচনা ঘটবে। দলীয় পতাকা উত্তোলন করবেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
এরপর নৃত্য এবং কোরাস গানের মাধ্যমে বাংলাদেশের ৪০ বছরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। শেখ হাসিনা কীভাবে কঠিন পথ পাড়ি দিয়ে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ছেন তার বর্ণনা থাকবে।
বার্তা ৭১ ডট কমঃ সাংস্কৃতিক পর্ব পরিচালনা করবে যুবলীগের সংস্কৃতি বিষয়ক উপ-পরিষদ। এতে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, সুবীর নন্দী এবং হৈমন্তী শুক্লা। নৃত্য পরিবেশন করবেন সোহেল ও লিখন। ধারা বর্ণনায় থাকবেন ভাস্বর বন্দোপাধ্যায়।
মির্জা আজম জানান, আগত কাউন্সিলর-ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিদের জন্য আবহমান বাংলার গ্রামীণ চিত্রের সঙ্গে সমন্বয় রেখে অর্থাৎ নৌকা, হাঁস, প্রজাপতি, রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, অস্থায়ী ফোয়ারা, ফুল ও বেলুন এবং কুঠির শিল্প দিয়ে সুজজ্জিত মঞ্চ তৈরি করা হচ্ছে। আশা করি আধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনে নির্মিত মঞ্চের নির্মাণশৈলী সকলের দৃষ্টি কাড়বে।
মির্জা আজম বলেন, দেশের সাংগাঠনিক ৭৭টি জেলা এবং জেলা মর্যাদা সম্পন্ন ১৫টি বৈদেশিক শাখার সর্বমোট ২ হাজার ৬০১ জন কাউন্সিলর এবং প্রায় ৩০ হাজার ডেলিগেট কাউন্সিলে যোগ দেবেন। এছাড়া জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, প্রগতিশীল বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক এবং ভ্রাতৃপ্রতীম যুব সংগঠনের নেতৃবৃন্দসহ ৭ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণ জানানো হয়েছে যুবদলসহ সমমনা সংসংগঠনগুলোকে। কাউন্সিল উপলক্ষে নবীন ও প্রবীণদের এক মিলন মেলায় পরিণত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।
বিকেল ৪টায় যুবলীগের সভাপতি ওমর ফারুকের সভাপিত্বে দ্বিতীয় পর্বে সংগঠনের গঠনতন্ত্রের সংশোধনীসমূহ গৃহীত হবে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কাউন্সিল সমাপ্ত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত যুবলীগের কেন্দ্রীয় কমিটি ও উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।