বার্তা ৭১ ডট কমঃ ইয়াহুর সাড়ে চার লাখ সদস্যের অ্যাকাউন্টের গোপন তথ্য ও পাসওয়ার্ড ফাঁস করে দিল এক হ্যাকার গোষ্ঠী। জানা গিয়েছে, ওই হ্যাকার গোষ্ঠীর নাম ডি৩৩ডিএস। তাঁরা এ দিন নিজেদের ওয়েবসাইটে তথ্য হ্যাক করার কথা ঘোষণা করলেও, পরে অবশ্য ওয়েবসাইটটির আর হদিশ পাওয়া যায়নি। ইয়াহুর তরফে অবশ্য গোটা ঘটনাটি অস্বীকার করা হয়েছে।