সিরিয়ার হামা প্রদেশের তারামসেহ শহরে সরকারি বাহিনীর হামলায় ২০০ জনের বেশি নিহত হয়েছে বলে সরকার বিরোধী কর্মীরা অভিযোগ করেছে। ১৭ মাস আগে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলন শুরু হবার পর সুন্নি অধ্যুষিত তারামসেহ শহরে বৃহস্পতিবারের এ হত্যাযজ্ঞকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। সরকারবিরোধীরা জানিয়েছে, ওই এলাকাতে সরকারি বাহিনী ও তাদের সমর্থক সশস্ত্র গ্রুপ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে মানুষ হত্যা করেছে। সেনাবাহিনী তখন ভারি গোলা বর্ষণ করে বলেও তারা দাবি করেছেন। সাধারণ মানুষকে মাথায় গুলি করে নির্বিচারে হত্যার পাশপাশি ট্যাঙ্ক এবং হেলিকপ্টার গানশিপের মাধ্যমে বিভিন্ন বাড়িতে হামলা চালানো হয়েছে। হামার রেভ্যুলেশন লিডারশিপ কাউন্সিল রয়টার্সকে জানিয়েছে সরকার পন্থী আলাউতি মিলিশিয়া গ্রুপের সদস্যরা তারামসেহ শহরে হামলা চালিয়ে এক জনের পর একজনকে হত্যা করেছে। পরে রেভুল্যশনারি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তারামসেহ শহরে নির্বিচার হামলায় ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ট্যাঙ্কের গোলা, হেলিকপ্টার থেকে বোমা এবং ভারি গোলাবর্ষণে এসব মানুষ নিহত হয়েছে। অনেককে ধরে ধরে জবাই করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রাস্তাঘাট, মাঠ, বাড়ি এবং নদীতে লাশের ছড়াছড়ি বলে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তারামসেহ শহরের সরকার বিরোধী এক কর্মী ফাদি সামেহ ওই অভিযানের আগে এলাকা ছেড়ে গেলেও ঘটনার সময় তিনি সেখানকার জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছিলেন। তিনি বলেছেন ওই এলাকার প্রত্যেক পরিবারেরই কেউ না কেউ হত্যাকান্ডের শিকার হযেছেন। অসংখ্য পরিবারের নিহত নারী, পুরুষ এবং শিশুদের নাম তাদের কাছে রয়েছে বলে তিনি দাবী করেন। আহমেদ নামের আরেক ব্যক্তি বলেছেন গোলাবর্ষণ শুরু হবার পর লোকজন সপরিবারে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু পালানোর সময় পুরো পরিবারই হত্যাযজ্ঞের শিকার হয়েছে। বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শতাধিক মানুষ নিহত হওয়ার খবর তারা জানতে পেরেছে। এ পর্যন্ত তারা ৩০ জনের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে এবং তাদের নাম জানতে পেরেছে বলে তারা জানিয়েছে। সরকারি বাহিনী সরকার বিরোধীদের কাছ থেকে ওই শহরের নিযন্ত্রণ নিতে এ অভিযান চালিয়েছে বলে এক রিপোর্টে জানা গেছে। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এলাকাতে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। ‘সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ’ এ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।