চুয়াডাঙ্গা
বার্তা ৭১ ডট কমঃ চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে ৪ সমত্মানের জননীকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বত্তরা। জাহানারা পারভীন (৩৭) নমে ওই গৃহবধূর লাশ আজ শুক্রবার বিকালে গ্রামের একটি লিচু বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মশার কয়েল কেনার কেনার জন্য গৃহবধূ জাহানারা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
নিহতের স্বামী হাজরাহাটি গ্রামের সন্টু মন্ডল জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যাওয়ার আগে রাত ৯টার দিকে জাহানারা কয়েল কিনতে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ সে বাড়িতে না ফেরায় আমরা আশপাশে খুঁজে ব্যর্থ হয়।
স্থানীয় পৌর কাউন্সিলর ফরজ আলী জানান, শুক্রবার বিকালে গ্রামের এক কৃষক মাঠ থেকে বাড়ি ফেরার পথে জনৈক ঝড়ু মন্ডলের লিচু বাগানের মধ্যে জাহানারা বেগমের লাশ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবির চৌধুরী জানান, লাশ উদ্ধারের সময় লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে, একটি গামছা ও একটি হারিকেন।
পুলিশ ধারণা করে বলছে, ধর্ষণ শেষে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।