বার্তা ৭১ ডট কমঃ স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের যা কিছু অর্জন হয়েছে এর সবকিছু আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষ স্বস্তি ও শান্তি পায় আর এক পক্ষ অশান্তিতে ভোগে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৬ষ্ঠ কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বর্তমান সময়ে এই সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের সকল আকাঙ্খা পুরণ করেছে। দেশ আজ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, স্বাধীনতার সুফল জনগণের দ্বারে দ্বারে পৌছে দিয়ে ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সরকার কাজ করছে।
তিনি আরো বলেন, আমরা গত তিন বছরে ৩৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। যেখানে গত বিএনপি-জামাত জোট ও তত্ত্বাবধায়ক সরকার ৮ বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে নাই। নতুন গ্যাস কুপের মাধ্যমে গ্যাস সমস্যার সমাধান করা হয়েছে। শিক্ষার উন্নয়ন করেছি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে ১৫ লাখ যুবকের বেকার সমস্যা দুর করেছি।
এই সরকারের নির্বাচনী ইশতিহার দেয়া প্রতিশ্রুতির চেয়ে বেশী বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আল্লাহর রহমত নাজিল হয়।
এ সময় তিনি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করেনা। তারা ক্ষমতায় এসে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। দেশের মানুষের কোন নিরাপত্তা ছিলনা।
এ সময় তিনি ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামল একটি স্বর্ণযুগ ছিল বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন কিন্তু জিয়াউর রহমান তাদের ক্ষমা করে মন্ত্রী বানিয়ে ছিলেন। এখন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্র করছেন।
কেউ যেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে না পারে সেজন্য যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে এগারোটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।