বার্তা ৭১ ডট কমঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ দাবিতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীরা।
রোববার বেলা পৌনে ১টার দিকে রাষ্ট্রপতির ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদের হাতে এ স্মারকলিপি দেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
স্মারকলিপি প্রদাণ শেষে ড. মজিবুর রহমান বলেন, রাষ্ট্রপতি আমাদের সর্বোচ্চ ব্যক্তি। আমরা তার দিকে তাকিয়ে আছি, তিনি কি সিদ্ধান্ত দেন তার জন্য।
তিনি বলেন, ভিসি ও প্রো-ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন বন্দ হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সভাপতি বলেন, আমাদের আন্দোলনে ছাত্রশিবির, ছাত্রদল বা অন্য কোনো দল নেই। বুয়েট বাঁচানোর জন্য এটা সাধারণ শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের আন্দোলন।
এর আগে বেলা ১২টার সময় বুয়েট প্রশাসনিক ভবন থেকে একটি মৌন মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা শুরু করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে মিছিলটি দোয়েল চত্বরে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বঙ্গভবনে প্রবেশ করে।