মানুষের জীবনে জীবনসঙ্গী আসবেই তবে সে শুধু মাত্র জীবনসঙ্গী , সে কখনও জীবন হতে পারে না । আর জীবনসঙ্গীর জন্য বন্ধুবান্ধব ও পরিবারকে অবহেলা করে পুরুষসঙ্গীকে নিজের আপন ভুবন বানিয়ে বসা ঠিক না । পুরুষদের ব্যাপারে এ মার্কিন পপগায়িকা টেইলর সুইফট এর অভিমত কিছুটা এমনই । পুরুষদের ব্যাপারে এ পপগায়িকার পরামর্শ হলো, ‘কোনো পুরুষকে জীবনের সবকিছু ভাবা ঠিক নয় ৷ সমপ্রতি কনোর কেনেডির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের উপলব্ধি থেকেই সুইফট এ পরামর্শ দিয়েছেন ৷
‘টুইস্ট’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে টেইলর সুইফট বলেন, ‘পুরুষের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে আমার পরামর্শ হলো, তাদের ঠিক কতটা গুরুত্ব দিতে হবে সেটি বুঝতে পারা৷ পুরুষসঙ্গী জীবনের শুধু একটা অংশ হতে পারে, কিন্তু কখনই তাকে সারা জীবনের জন্য ভাবা ঠিক নয়৷ তারা নারীর ভুবনে আসতে পারে, কিন্তু তাকেই ভুবন ভেবে বসাটা কখনোই ঠিক হবে না ৷ সম্পর্কে জড়ানোর আগে নিজের বাইরের গুণগুলো বিকশিত করা অনেক বেশী গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই পপতারকা টেইলর সুইফট ৷ নিজে সব সময় ভালো থাকবেন ও মন থেকে যাঁকে ভালোবাসতে পারবেন, তাঁকে ভবিষ্যতের সঙ্গী নির্বাচন করবেন বলেও জানান তিনি ৷ কোনো ছেলের জন্য নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রমের পাশাপাশি তার জন্য বন্ধুবান্ধব ও পরিবারকে অবহেলা করা ঠিক নয়৷ পপতারকা টেইলর সুইফট এখন পর্যন্ত অনেকেরই প্রেমে পড়েছেন, অথবা অনেকেই তাঁর প্রেমে পড়েছেন ৷ তাঁর জীবনে একে একে এসেছেন জন মায়ার, জো জোনাস ও টেইলর লটনার৷ সর্বশেষ তাঁর ছাড়াছাড়ি হয়েছে কনোর কেনেডির সঙ্গে ৷