নিউইয়র্কে শাওনের হঠাৎ করে বাড়িবদল করা নিয়ে তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে, কার স্বার্থে শাওন বাড়িবদল করলেন। তা ছাড়া বাড়িবদল করলেও কেন ইনফেকশন হলো! যে মানুষ অস্ত্রোপচারের পর হেঁটে বাসায় ফেরার জন্য গাড়িতে ওঠেন, তিনি আকস্মিক মারা যান কী করে?
হুমায়ূন আহমেদের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এখন অনেকে মুখ খুলছেন। মুখ খুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস আরাও। সম্প্রতি তিনি নিউইয়র্ক গিয়েছিলেন। সেখানে তিনি বেশ কিছুদিন ছিলেন নানা অনুষ্ঠানে।
এ সময় তিনি হুমায়ূন আহমেদকেও দেখতে গিয়েছিলেন।তিনি জানান, চিকিৎসকরা বলেছিলেন, হুমায়ূন আহমেদের দেহে ১০০ ভাগ সফল অস্ত্রোপচার হয়েছিল। তারপরও তার দেহে ইনফেকশন হলো কেমন করে? কেন তাকে অপারেশনের ১০ দিনের মাথায় তড়িঘড়ি করে বাসায় নিয়ে যাওয়া হলো? কেনই বা হঠাৎ করে বাসা পরিবর্তন করলেন শাওন?
তিনি বলেন, হুমায়ূন আহমেদকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। আমি ২৩ জুন বিদেশে যাই। শিল্পী হিসেবে বঙ্গমেলার আমন্ত্রণে সেখানকার বিভিন্ন রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনুষ্ঠানের মধ্যে জাতিসংঘের স্থায়ী পরিষদের একটি অনুষ্ঠানও ছিল। সেখানকার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঠিক করলাম বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদকে দেখতে যাব।
১৭ জুলাই বেলভিউ হাসপাতালে সেখানকার সময় সন্ধ্যা ৭টায় তাকে দেখতে গেলাম। হাসপাতালে প্রায় এক ঘণ্টার মতো ছিলাম। এ সময় তার খোঁজখবর নিচ্ছিলাম। অনেক কথাই শুনলাম। আমি যখন সেখানে যাই তখন তার ছোট ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল, শাওনের মা, শাওন ও অন্যপ্রকাশের মাজহার ছিলেন। আমি হাসপাতালে তার রুমে গিয়ে তাকে দেখে আসি। নিথর একটি দেহ পড়ে আছে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
শরীর জুড়ে লাগানো লাইফ সাপোর্টের সব যন্ত্রপাতি। শাওন আমাকে বলল, সকাল পর্যন্ত অবস্থা আরো খারাপ ছিল। যেখানে আগে একশ ভাগ লাইফ সাপোর্ট লাগছিল, এখন তা চল্লিশে নেমে এসেছে। আমি আশান্বিত হলাম, যাক তিনি সুস্থ হয়ে উঠছেন।
শাওনের কথাই বুঝলাম তিনি ভালো হয়ে উঠবেন। আমার প্রশ্ন, যিনি ভালো হয়ে উঠছিলেন, কেমন করে হঠাৎ তার মৃত্যু হলো। তিনি বলেন, হাসপাতালে গিয়ে জেনেছিলাম তার হয়েছিল সফল অপারেশন। ১০০ ভাগ সফল অপারেশন। এতটা সফল চিকিৎসকরাও বিস্মিত হয়েছিলেন। তিনি ১০ দিনের মধ্যেই অনেক ভালো হয়ে ওঠেন।
তার চিকিৎসকও আমাকে বলেন, এত ভালো অপারেশন হয়েছে এবং এত সফল একটি অপারেশন হয়েছে যে আমরা হ্যাপি। তার কথায় আশ্বস্ত হয়ে শাওনের কাছে জানতে চাইলাম, কী এমন হলো যে অপারেশন সাকসেসফুল হওয়ার পরও তার অবস্থা খারাপ হলো? শাওন বলল, অপারেশন সাকসেসফুল হয়েছিল এটা ঠিক। কিন্তু পরে তার ইনফেকশন হয়ে গিয়েছিল।
কেমন করে ইনফেকশন হয়েছিল জানতে চাইলে, শাওন এর তেমন কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ফেরদৌস আরা বলেন, আমি শুনেছি তার অপারেশন সফল হওয়ার কারণে তিনি সুস্থবোধ করায় তাকে ১০ দিনের মাথায় বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। বাসায় নাকি তার কাছে অনেক মানুষ যেত। বাসায় কী ঘটনা ঘটল যে তার ইনফেকশন হলো?
তা ছাড়াও এত তাড়াহুড়ো করে কেনই বা বাসায় নিয়ে যাওয়া হয়েছিল?
ফেরদৌস আরা বলেন, আমি হাসপাতালে যাওয়ার পর একজন আমার পাশেই ছিলেন। তিনি শাওনকে জিজ্ঞেস করলেন, আপনারা তো আর আগের বাসায় থাকছেন না নতুন বাসায় গেছেন। শাওন বলল, হ্যাঁ। আমি ভেবেছিলাম, যেহেতু পুরনো বাসা থেকে অপারেশন করানো হয়েছে, এ জন্য বাসা পরিবর্তন করা হয়েছে। যাতে ভাইরাস তাকে আক্রমণ না করতে পারে। ব্যাপারটা সহজভাবেই নিয়েছিলাম।
কিন্তু এখন মনে হচ্ছে তারা হঠাৎ করেই বাসা পাল্টালেন এর পেছনে কী কোনো রহস্য ছিল? কারণ যিনি তাদের আগের বাসা ঠিক করে দিয়েছিলেন তিনি বলছিলেন, আমি তো আগের বাসাটি ঠিক করে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই তারা বাসা পরিবর্তন করেন।
কেন করল এটা জানি না। কারণ, বাসা বদলানোর সময় আমাকে জানানো হয়নি। ফেরদৌস আরা বলেন, এ বাসা বদলের পেছনের রহস্য কী জানা দরকার।তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, হুমায়ূন আহমেদের অপারেশন হওয়ার পর যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, অপারেশনের ১০ দিন পর বাসায় নিয়ে তার যে যতেœর দরকার ছিল তা হয়নি। এমনও শুনেছি তার ব্যান্ডেজ নাকি বাসাতেও ইচ্ছামতো পরিবর্তন করা হতো আর লাগানো হতো।
এটা শুনে আমি অবাক হয়েছি। এটা কেমন কথা? এত বড় অপারেশনের রোগীকে নিয়ে এসব কী করা হয়েছে! অপারেশনের পর রোগীকে বাসায় নিয়ে যেসব নিয়মকানুন মানা দরকার তার কিছুই করা হয়নি। এ কারণেই তার ইনফেকশন হতে পারে।