পদ্মা সেতু নির্মাণে দলীয় তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই তহবিলে দলীয় ফান্ড থেকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা দেয়া হচ্ছে। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির প্রত্যেক সদস্য সর্বনিন্ম এক লাখ টাকা করে চাঁদা দেবেন। এছাড়া সামর্থ অনুযায়ি নেতারা এই তহবিলে অর্থ দেবেন। সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যানির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পদ্মা সেতু নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলের নেতারা। বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিশ্ব ব্যাংকের কাজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করা। পৃথিবীর দেশে দেশে তারা এ কাজই করছে। বাংলাদেশেও পদ্মা সেতুতে অর্থ না দেয়ার ক্ষেত্রে আমেরিকার ভুমিকা রয়েছে।
এক এগারোর ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে তিনি দলের নেতাদের বলেন, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা এক এগারোর পেছনে কাজ করেছে তাদের বিষয়ে সাবধান থাকতে হবে।
সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ই আগস্ট দেশব্যাপী বোমা হামলার বার্ষিকী, ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস ও গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানের মৃত্যবার্ষিকী উপলে ২৪শে আগস্টের কর্মসূচি চুড়ান্ত করা হয়