সাবমেরিন কেবলের মেরামতের জন্য সারাদেশে বৃহস্পতিবার মধ্যরাত থেকে তিন ঘণ্টা ইন্টারনেট থাকবে না।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বার্তা৭১ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সিঙ্গাপুর থেকে ৬০ কিলোমিটার দূরে এক মাস আগে কাটা পড়া সাবমেরিন কেবলের মেরামতের জন্য ইন্টারনেটে এই সাময়িক বিঘœ ঘটবে।”
রাত ১টা থেকে শুরু হয়ে ৪টার মধ্যে মেরামত কাজ শেষ হওয়ার আশা করছেন মনোয়ার হোসেন।
তিনি বলেন, “আগেরবার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হলেও ইতালি থেকে ব্যান্ডউইথ পাওয়ায় মোটামুটি স্বাভাবিক ছিল ইন্টারনেট।”
গত ৬ জুন সিঙ্গাপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সাবমেরিন কেবলের ইস্ট সেগমেন্ট বিচ্ছিন্ন হয়েছিল।
বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়শিয়ায় বিকল্প ব্যবস্থা থাকায় তাদের তেমন কোনো সমস্যা হয় না।
বাংলাদেশ ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনা করছে বিএসসিসিএল।
এই সাবমেরিন কেবল সংযোগ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারতের চেন্নাই, শ্রীলঙ্কা হয়ে ভারতের মুম্বাই পর্যন্ত বিস্তৃত।