ঢাকা, ১৭ জুলাই: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “পদ্মা সেতুর ব্যাপারে কাউকে চাঁদা তোলার দায়িত্ব দেয়া হয়নি। সরকার যে দুটি হিসাব খুলবে, সেখানে মানুষ টাকা দিতে পারবে।”
মঙ্গলবার সচিবালয়ে সামাজিক বিনিয়োগ-সম্পর্কিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতুর নামে যারা চাঁদা তুলছে, তারা সবাই চাঁদাবাজ। তাদের ধরে পেটানো উচিত।”
কারা চাঁদা তুলবে, কারা পারবে-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “কেউই চাঁদা তুলতে পারবে না।”
পদ্মা সেতুর জন্য টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সোমবার সংগঠনের কর্মী আবদুল্লাহ আল হাসানের ওরফে সোহেল রানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সাংবাদিকরা অর্থমন্ত্রীকে চাঁদা আদায় বিষয়ে প্রশ্ন করেন।