উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন বার্তা৭১ডটকমকে বলেন, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হবে।
এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।
দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপরই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে ২০১২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও সব বোর্ডের ফল জানা যাবে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেন। গত ১ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত তত্ত্বীয় এবং ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হয়।