উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত ও মেয়াদত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক পরিষদের তিন শিক্ষক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কাঞ্চন চৌধুরী এই তিন শিক্ষককে শপথ বাক্য পাঠ করান।
অনশনকারী তিন শিক্ষক হলেন- সিনেট সদস্য ও শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহবায়ক অধ্যাপক মুজিুবর রহমান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক ফজলুল করিম পাটোয়ারী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০ জুলাই উপাচার্য প্যানেল মনোনয়নের দিন ঠিক করার পর বিভিন্ন দল-মতের শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে এই আন্দোলন শুরু করেন। তাদের দাবি, উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দিতে হবে।
এই দাবিতে গত ১৪ জুলাই থেকে প্রশাসনিক ভবনে অবরোধ ও কর্মবিরতি শুরুর পর গত বুধবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা।
তাদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অনুষদে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়।
লোক প্রশাসন বিভাগের সভাপতি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিভাগের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগকর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে জাকসু, ডিন, সিনেট ও সিন্ডিকেট নির্বাচনের কথা বললেও হঠাৎ করে উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ ঘোষণা করা দূরভিসন্ধিমূলক।