ঢাকা, ২০ জুলাই: ঈপ্সিত ‘চান্দিপসর রাইতে’ মৃত্যু না হলেও ‘দুধের চাদর গায়ে’ জড়িয়েই না ফেরার দেশে বসত গড়বেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। নিজের স্বপ্নের জগত গাজীপুরের ‘নুহাশ পল্লীতে’ সমাহিত করা হবে তাকে।
জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবিব এ কথা জানিয়েছেন।
নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার জুমার পর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এই কিংবদন্তি লেখকের প্রথম জানাজা। এরপর রাতের বিমানে তার মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হবে।
মরহুমের পরিবার ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
এদিকে রোববার লেখকের মরদেহ ঢাকায় পৌঁছার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা এবং শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নেয়া হচ্ছে।
বৃহদান্তির ক্যানসারে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে মারা যান হুমায়ূন আহমেদ।