প্রতিবেদকঃ আয়াতি রাব্বীঃ গত ২৯শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সবিভাগের ১৫ তম ব্যাচের সমাপনী অনূষ্ঠান জাকজমকপূণ্ পরিবেশের মাধ্যমে উদজাপিত হয়েছে। সকাল ১০ টিকায় কেক কাটার মাধমে অনূষ্ঠান শুরু হয়েবিকালে সাংস্কৃতিক অনূষ্ঠান এর মধ্যদিয়ে শেষ হল তাদের স্নাতক শেষ বছরের ক্লাস। অনূষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষকমন্ডলী ।