ঝিনাইদহ
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ সেনা সদস্যের বিরুদ্ধে
বার্তা ৭১ ডট কমঃ ঝিনাইদহে এক সেনা সদস্য বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সাথে অভিনব প্রতারণা করেছে । প্রতারিত প্রেমিকা এই ঘটনার সুষ্ট বিচার না পেলে আত্নহত্যারও হুমকি দিলেন শুধু তাই নয়, ইতিমধ্যে আত্নহত্যার চেষ্টাও চালিয়েছেন তিনি এমনটাই জানা গেল।
প্রেমিকার লিখিত অভিযোগে জানা যায়, ঢাকার মধ্য বাড্ডার একটি প্রাইভেট হাসপাতালে কর্মরত তানিয়া নামক এক নার্সের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের ঢাকালে পাড়া গ্রামের মতিন বাগের ছেলে প্রেমিক সুরুজ।
তিনি বর্তমানে বগুড়া সেনা নিবাসে কর্মরত আছেন, যার সৈনিক নং ২৪১৫৩০৩। ২০০৯ সালের আগষ্ট মাসে ঢাকার জিয়া উদ্দ্যানে প্রথম পরিচয় সুরুজের সাথে। আস্তে আস্তে তার সাথে প্রেমের সম্পর্ক গভীর হয়ে ওঠে। সেই সুবাদে সুরুজ তকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার মিরপুরের নুর হোটেল ও কুমিলার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার তার সাথে অবৈধ দৈহিক মিলন ঘটায়।
এক পর্যায়ে তানিয়া সুরুজের প্রতিশ্রুতি মোতাবেক তাকে বিয়ের কথা বললে সুরুজ বিষয়টি এড়িয়ে যায় এবং সুরুজ তার মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অসহায় প্রেমিকা তানিয়া একটি মাধ্যমে সুরুজের বাড়ির ঠিকানা পেয়ে গত ১০ মার্চ ঝিনাইদহে হলিধানি গ্রামে সুরুজের বাড়িতে চলে আসে।
সেখানে এসে তানিয়া বিয়ের দাবিতে অনশন করতে থাকে। পরে বিয়ে করতে রাজি না হলে সে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। এর পর সুরুজ অভিনব কৌশলে তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে ভয়ভীতি দেখিয়ে তানিয়ার মোবাইলের মেমোরি কার্ডে থাকা প্রমানাদি কেড়ে নিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়।
তারপর থেকে সুরুজ বগুড়া সেনা নিবাসে অবস্থান করে। তানিয়া প্রতারণার শিকার হয়ে কোন উপায় না পেয়ে বগুড়ার সেনা নিবাসের ১৩৫, ফিল্ড ওয়ার্কসপ কোম্পানির কমান্ডিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে। এক পর্যায়ে তানিয়াকে বগুড়ার সেনানিবাসে ডাকা হয়। সেখানে ডেকে তানিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুনরায় ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
তানিয়ার অভিযোগ সেনা বাহিনীর কর্মকর্তারা তাদের সৈনিক সুরুজের পক্ষ নিয়ে সুষ্ঠু বিচার করছেন না। ফলে সে সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে অসহায় তানিয়া বিচারে আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। তানিয়া আরও জানান, সে সুষ্ঠু বিচারের জন্য অবিলম্বে আদালতে মামলা করবেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত সেনা সদস্য সুরুজ জানান, বিষয়টি সম্পূর্ণরুপে মিথ্যা। তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এই ব্যাপারে তানিয়া প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করে বলেন এই ঘটনার সুষ্ট বিচার না পেলে আত্নহত্যা করা ছাড়া তার আর কোন উপায় থাকবে না।