বার্তা ৭১ ডট কমঃ ভারতের অরুনাচলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৮ জন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।
শনিবার অরুনাচলের আইজায়াল শহরের ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কেইফেং গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
অরুনাচল প্রদেশের রাজ্য পরিবহন মন্ত্রী জোরাম সেনগ্লিয়ানা জানান, বাসটি শনিবার সকালে প্রচণ্ড মৌসুমী বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪৫ মিটার গভীর খাদে পড়ে যায়।
আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান সেনগ্লিয়ানা। অরুনাচলে টানা মৌসুমী বৃষ্টিপাতে গত কয়েকদিন ধরে ভূমিধ্বসের ঘটনা ঘটছে। সূত্র:এপি