বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৫ কোটি ৭০ লাখ ডলার লোকসান করেছে ফেইসবুক।
পুঁজিবাজারে তালিকাভূক্তির পর প্রথম আর্থিক বিবরণীতেই লোকসান দেখাতে হল অনলাইনে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমটিকে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ৮ সেন্ট করে লোকসান হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে এ সময়ের মধ্যে প্রত্যাশার চেয়ে অনেক বেশি আয় করেছে ফেইসবুক।
গত বছর এ সময়ে তাদের আয় হয়েছিল ৮৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ বছর ৩২ শতাংশ আয় বেড়ে তাদের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১৮ কোটি ডলারে।
বিশ্লেষকদের ধারণার চেয়ে বেশি আয় করলেও খরচ প্রায় চারগুণ বাড়ায় লোকসানের মুখ দেখেছে ফেইসবুক। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাক জুকারবার্গসহ উদ্যোক্তাদের অর্থ পরিশোধ করতে হওয়ায় খরচ বেড়েছে।