শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা থেকে সরে যেতে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এমন কথা বলেছেন ফ্রান্সে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার ওরলোভ। শুক্রবার ফ্রান্সের আরএফআই রেডিওকে তিনি এ কথা বলার পর অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন- তাহলে বুঝি সঙ্কটের সমাধান হলো। কিন্তু না সিরিয়া সরকার দ্রুততার সঙ্গে তার ওই বক্তব্যকে উড়িয়ে দিয়েছে। এমন সম্ভাবনার কথা তারা অস্বীকার করেছে। ওদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দেশে যখন তীব্র আন্দোলন, আন্তর্জাতিক অঙ্গনে বলা যায় তিনি বন্ধুহীন হয়ে পড়েছেন তখন একজন ব্রিগেডিয়ার জেনারেল ও ২০ সেনা কর্মকর্তা তাকে ত্যাগ করে পালিয়ে গেছেন তুরস্কে। গোয়েন্দারা পূর্বাভাস দিয়েছেন ৪ সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটবে। এরই প্রেক্ষিতে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় বৃটেন ৬ শতাধিক সেনা প্রস্তুত রেখেছে। পরিস্থিতির অবনতি হলেই তাদের দিয়ে পাশের দেশ লেবানন থেকে বৃটিশ নাগরিকদের উদ্ধার করা হবে। ওদিকে মক্কায় অবস্থিত গ্রান্ড মস্ক বা মক্কা মসজিদের ইমাম ও খতিব শেখ সালেহ আল-তালিব বলেছেন, শিগগিরই সিরিয়ার নির্যাতিত মানুষ বড় ধরনের বিজয় অর্জন করবে। ফলে আল্লাহর রহমতে এবার পবিত্র ঈদুল ফিতরে তারা একই সঙ্গে দুটি উৎসব উদযাপন করতে পারেন। তার একটি হলো- মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদের আনন্দ। আরেকটি হলো সিরিয়ার নির্যাতিত মানুষের বিজয়। শুক্রবার জুমার নামাজের খুৎবায় তিনি একথা বলেন। এ সময় তিনি উমরাহ করতে যাওয়া মুসল্লি ও প্রার্থনাকারীদের পবিত্র এ মাসের ভাবগাম্ভীর্য রক্ষার এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য প্রার্থনা করেন। পবিত্র রমজানের প্রথম দিনের শুক্রবারের জুমায় এদিন যেন মক্কায় নেমেছিল লাখো মানুষের ঢল। বার্তা সংস্থা রয়টার্স বলেছে- ফ্রান্সে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার ওরলোভ বলেছেন, জেনেভা সম্মেলনে একটি চূড়ান্ত যোগাযোগের দিকে এগিয়ে যাওয়া হয়েছে। এতে মনে হচ্ছে অধিক গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে। এই বিষয়ের মধ্যস্থতা মেনে নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পক্ষে সমঝোতার জন্য প্রেসিডেন্ট আসাদ তার প্রতিনিধি মনোনয়ন দিয়েছেন। এর অর্থ দাঁড়ায় তিনি নিয়মতান্ত্রিকভাবে সরে যেতে সম্মত হয়েছেন। কিন্তু এর প্রায় সঙ্গে সঙ্গেই সিরিয়ার তথ্য মন্ত্রণালয় তার এ বক্তব্যকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট আসাদ সরে যাবেন কি যাবেন না সে সম্পর্কে তার কাছে কোন ব্যতিক্রমী তথ্য নেই। তিনি বলেছেন, আসাদ ক্ষমতা থেকে সরে যেতে পারেন আবার না-ও পারেন। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার মালিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা অন্য কেউ নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন একমাত্র প্রেসিডেন্ট নিজে ও তার দেশবাসী।
রাশিয়া কি ভোল পাল্টাচ্ছে: রাশিয়া তবে কি প্রেসিডেন্ট বাশার আল আসাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে! যদি তারা তা করে, আসাদের ওপর চাপ সৃষ্টি করে তাহলে তাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। কিন্তু গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। এতে ভেটো দিয়েছে রাশিয়া। ফলে তাদের অবস্থান এখন পরিষ্কার নয়। রিপোর্টে বলা হচ্ছে- আসাদের ভবিষ্যৎ নিয়ে রাশিয়া এখন সরল দোলকের মতো দোল খাচ্ছে। তারা একবার এদিকে যাচ্ছে। পর মুহূর্তে আরেক দিক।
পক্ষ ত্যাগ: এরই মধ্যে বাশার আল আসাদের পক্ষ ত্যাগ করে তুরস্কে ঠাঁই নিয়েছেন ২২ জন জেনারেল। সব মিলে ওই দেশে সিরিয়ার শরণার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৮৭। রাজধানী দামেস্কে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকার নতুন করে আক্রমণ শুরু করায় সর্বশেষ একজন ব্রিগেডিয়ার জেনারেল ও ২০ সেনা কর্মকর্তা দেশ ছেড়েছেন। তবে ওই ব্রিগেডিয়ার জেনারেলের নাম প্রকাশ করা হয়নি। সরকারি সেনারা কেন্দ্রীয় মিজান জেলায় আক্রমণ চালানোর প্রেক্ষিতে বিদ্রোহীরা ওই এলাকা ছেড়ে গেছে। তাদের কমান্ডার আবু ওমর বলেছেন, এটা তাদের একটা কৌশল। সিরিয়ার বিভিন্ন এলাকায় সহিংসতা অব্যাহত আছে।