বার্তা ৭১ ডট কমঃ বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকরা প্রায় দু’ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণঞ্জ রুপগঞ্জের হারভেস্ট রিচ গার্মেন্টসের শ্রমিকরা তাদের বেতন ভাতার দাবিতে রাস্তায় নেমে আসে।
এ বিষয়ে রুপগঞ্জ থানার ওসি বার্তা ৭১ কে জানান, সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা দাবি করে কারখানা কতৃপক্ষ ২ মাসের বেতন ও ৩ মাসের ওভার টাইম বকেয়া রেখেছে। পাওনা টাকার দাবিতে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক সকাল ১১ টা পর্যন্ত অবরোধ করে রাখে। সোমবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের বিকেএমইএ নেতাদের এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
অবরোধ চলাকালে বিচ্ছিন্ন কিছু ভাঙচুরের ঘটনা ঘটলেও বড় কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি তিনি জানান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।