বার্তা ৭১ ডট কমঃ জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মরদেহ নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।
নিউইয়র্ক সময় শনিবার রাত ১১ টা ২৫ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মরদেহ নিয়ে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিষাদ, নিনিত, শাশুড়ি তহুরা আলী এমপি, শাওনের বোন সেজুতি, ভাই ড.জাফর ইকবাল ও তার স্ত্রী আসছেন।
সোমবার সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌছানোর কথা। উল্লেখ্য গত বাংলাদেশ সময় বৃহসপতিবার রাত ১১ টা ২০ মিনিটে তিনি নিউইয়র্কে শেষ নিশ্বাস ত্যাগ করেন।