ভারতের তেরতম এবং প্রথম বাঙালি হিসেবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত বিজয়ী হলেন দেশটির সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। মোট ভোটের প্রায় ৫১% পেয়ে বিজয় নিশ্চিত করলেন তিনি। নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে পেতে হয় ন্যূনতম পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট। এ পর্যন্ত গণনায় প্রনব পেলেন পাঁচ লাখ ৫৮ হাজার ভোটের বেশি।
পরাজিত প্রার্থী বিজেপি জোটের সাংমা পেয়েছেন তিন লাখেরও কম ভোট।
ভারতের সংসদের দুই কক্ষে ৭৭৬ জন সাংসদ ও চার হাজার ১২০ জন বিধায়ক মিলিয়ে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা ও বিধানসভার ভোটমূল্য ১০ লাখ ৯৮ হাজার ৮৮২।
এদিকে দেশটির ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখার্জি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হতেই তার নিজ রাজ্য পশ্চিমবঙ্গে উল্লাসের জোয়ার বয়ে যাচ্ছে। তার সুভানুধ্যায়ী এবং বিভিন্ন স্তরের মানুষ প্রথম বাঙালি হিসেবে প্রণব রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রণব মুখার্জির জন্ম ১১ ডিসেম্বর ১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। প্রণব মুখোপাধ্যায় প্রায় পাঁচ দশক ভারতীয় সংসদের সদস্য। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।
আশা করা হচ্ছে আগামী ২৫ জুলাই তিনি শপথগ্রহণ করবেন।