বার্তা ৭১ ডট কমঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা ও ৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বুধবার রাত ১২টায় শাহবাগ থানায় প্রথম মামলাটি করেন এবিসি রেডিওর মেডিক্যাল প্রতিবেদক আজিবুদ্দিন চৌধুরী বুলবুল। মামলা নং ৬৮।
এ মামলার আসামিরা হলেন, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক মুশফিকুর রহমানসহ চার বিশেষজ্ঞ সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শহিদ হোসেন আবাসিক সার্জন ডা. নাজমুল হাকিম শাহিন, ডা. সুজিৎ রঞ্জন দেব, ডা. সুরঞ্জিত দাস ইন্টার্নি চিকিৎসক জুয়েল, জাহিদ, প্রিতম, রুমেল, রাসেল, লাভলিসহ অজ্ঞাতনামা দেড় শতাধিক ইন্টার্নি চিকিৎসককে মামলার আসামি করা হয়।
অপরদিকে, একই ঘটনায় ওই থানায় আরও একটি মামলা দায়ের করেছেন ভোরের কাগজের ফটোসাংবাদিক শাহাদাত হোসেন। মামলা নং ৬৯।
অন্যদিকে, একই ঘটনায় দেশ টিভি, গাজী টিভি, সমকাল ও ফোকাস বাংলার পক্ষ থেকে শাহবাগ ঘানায় ৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ফোকাস বাংলার পক্ষ থেকে সাধারণ ডায়েরিটি (জিডি) করেন ফটোসাংবাদিক বাদশা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ১৫ জন সাংবাদিক ও ফটোসাংবাদিককের ওপর বিশেষজ্ঞ ও ইন্টার্নি চিকিৎসকরা সশস্ত্র হামলা চালায়। এ হামলায় তারা গুরুতর আহত হয়।
এর আগে, সন্ধ্যায় এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সাংবাদিকদের ওপর ঢামেকের ইন্টার্নি চিকিৎসক-কর্মচারীদের হামলার ঘটনায় দু:খ প্রকাশ করেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে ঢামেক হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক-কর্মচারীদের হামলায় ১৫ জন সংবাদকর্মী আহত হন। এ সময় ভাঙচুর করা হয় সংবাদকর্মীদের একটি মোটরসাইকেলও গাড়ী। পরে বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে।