বিদ্যুতের দাম বাড়ানো সংক্রান্ত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেয়ার কথা ছিল।
এ অনুযায়ী ইউনিট প্রতি খুচরা বিদ্যুতের মূল্য ২৪ থেকে ৩০ শতাংশ। আর পাইকারী মূল্য বাড়ছে ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ছিল।
এর আগে গণশুনানি ছাড়াই বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানোন সিদ্ধান্ত নেয় বিইআরসি। তবে পাইকারী মূল্য বৃদ্ধিতে গণশুনানি আগেই হয়েছে।
একটি সূত্র জানায়, পরিকল্পনা ছিল রোজার ঈদের পর বিদ্যুতের দাম বাড়ানো হবে। কিন্তু জ্বালানি উপদেষ্টার নির্দেশেই আগেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যুৎ কর্মকর্তাদের জ্বালানি উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে বিদ্যুতের মূল্য বেশি করে বাড়াতে হবে যাতে নির্বাচনের আগে আর বিদ্যুতের দাম বাড়াতে না হয়। বলা হচ্ছে রেন্টাল ভর্তুকি দিতে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া আর উপায় নেই।
সূত্র জানায়, বিদ্যুতের পাইকারি দাম বাড়বে শতকরা ৩০ ভাগ। আর খুচরা পর্যায়ে তা বাড়বে ২৪ থেকে ৩০ ভাগ।
বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম চার টাকা দুই পয়সা। আর খুচরা পর্যায়ে ১০০ ইউনিট পর্যন্ত তিন টাকা পাঁচ পয়সা, ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত চার টাকা ২৯ পয়সা এবং ৪০০ ইউনিটের বেশি হলে সাত টাকা ৭৯ পয়সা।