প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পদত্যাগকারী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রসংশা করে বলেছেন তিনি দেশের স্বার্থেই মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন।
বুধবার রাতে লন্ডনে স্থানীয় বাংলা পত্রিকার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ের সময়ে আবুল হোসেনকে প্রকৃত দেশ প্রেমিক বলে অবিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি সংক্রান্ত বিশ্বব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল হোসেন পদত্যাগ করেছেন।”
প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান পদ্মা সেতু নির্মানের কাজে এর মধ্যে সরকারেএক হাজার ৫০০ কোটি টাকা ব্যয় করেছে।
তিনি বলেন, “বিশ্বব্যাংক ঋণ দিক আর না দিন সরকার পদ্মা সেতু নির্মানের কাজে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলবে।”
লন্ডন অলিম্পিক ২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন।সূত্র: বিবিসি।