জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রসহ ১৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাত তিনটার দিকে পুরান ঢাকার সিদ্দিক বাজারের একটি হোটেল থেকে প্রশ্নসহ তাদের আটক করা হয়।
শুক্রবার সকালে র্যাব সদর দফতর থেকে পাঠানো মোবাইল ম্যাসেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার শুভেচ্ছা হোটেলে অভিযান চালিয়ে ওই ১৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে হাতে লেখা একটি প্রশ্নপত্রের বেশ কিছু অনুলিপি উদ্ধার করা হয়। এই প্রশ্নপত্রে মোট ১০০টি প্রশ্ন ছিল। র্যাব জনতা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
আটককৃতরা হলো, ঠাকুরগাঁও জেলার এস এম মাফুজুর রহমান (২৬), টাঙ্গাইল জেলার মো. আতিকুজ্জামান তালুকদার (২৭), খালিদ হাসান (১৮), মো. নাসির (২০), ঠাকুরগাঁও জেলার মো. আ. সবুর (২৯), কুমিল্লা জেলার মো. লোকমান হাসান, ঠাকৃরগাঁও জেলার মো. জাহিরুল ইসলাম (২৭), কুমির।লা জেলার মো. জুবায়ের হোসেন (২৭), ঠাকুরগাঁও জেলার মো. তসলিম হোসেন (২৯), জামালপুর জেলার মো. হালিম (২৬), ঠাকুরগাঁও জেলার মো. জাহিদুর রহমান মুন্সী (২৯), ঠাকুরগাঁও জেলার মো. মতিউল আলম (২৯), ঠাকুরগাঁও জেলার মো তানভীর হোসেন (২৯), জামালপুর জেলার মো. ইমরান আহম্মেদ (২৬), মাদারীপুর জেলার মো. সবুর (২৭) ও টাঙ্গাইল জেরঅর সঞ্জয় (২৬)।
এদিকে সকাল ১০টা থেকে ওই পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) ও লিখিত পরীক্ষা চলবে। গত ৯ ফেব্রুয়ারি ৪৩৭টি পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট ৭৮ হাজার পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।
র্যাব জানায়, পরীক্ষা শেষ হওয়ার পর উদ্ধার করা প্রশ্নপত্র জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কি না, তা বোঝা যাবে। আটক ব্যক্তিরা এখন র্যাবের হেফাজতে আছেন। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় র্যাব।