বেনাপোল
বার্তা ৭১ ডট কমঃ বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শনিবার ভোরে ২০ লাখ টাকা মূল্যের এক হাজার পিছ ভারতীয় কচ্ছপ আটক করেছে বিজিবি।
বেনাপোলের পুটখালী ক্যাম্প কমান্ডার শের-ই-আলম জানান, ভারত থেকে বিপুল পরিমাণের কচ্ছপের চালান পাচার হয়ে বাংলাদেশে আসছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে পুটখালী চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার কচ্চপ আটক করা হয়।
পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত কচ্ছপের মুল্য ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি ।