নরসিংদীর রায়পুরায় মতবিরোধের জের ধরে দুই পীরের সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নরসিংদীর রায়পুরায় মতবিরোধের জের ধরে দুই পীরের সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন জানান, শনিবার সকাল ১১টায় রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নে কাচারীকন্দি গ্রামে এ সংঘর্ষ ঘটে। দুই পক্ষ বন্দুক ও টেটা নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়।
নিহতরা হলেন- এজাজ মিয়া (২৫), খোকা মিয়া (৩৫) ও ফরুক মিয়া (১৬)।
সংঘর্ষে আহত ২০ জনকে রায়পুরা হাসপাতাল, নরসিংদী জেলা হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি আব্দুল বাতেন বার্তা৭১ ডটকমকে বলেন, “এ এলাকায় কাশিমপুর ও চরমোনাই পীরের সমর্থকদের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।”
সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে তিন জন নিহত হন বলে ওসি জানান।
তিনি বলেন, “এখনো বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়পুরা ও নরসিংদী থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ রফিক নামের একজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।