অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য দেশের মতো বাংলাদেশের পতাকাও মাঠে শোভা পেয়েছে। বাংলাদেশি অ্যাথলেটরা পতাকা উচিয়ে অলিম্পিকে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন। জমকালো এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
এবার অলিম্পিকের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে বাঙালিদের ছোঁয়া রয়েছে। অলিম্পিক শুরুর আগে মশাল বহন থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে আকরাম খানের নাচ সবকিছু অলিম্পিকের সঙ্গে বাঙালিকে যুক্ত করেছে। আর অ্যাথলেটদের অংশগ্রহণতো থাকছেই।
অন্য ২০৩ দেশের অ্যাথলেটদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা হাতে বাংলাদেশের অ্যাথলেটরাও মাঠে প্রবেশ করেন।
এবারের অলিম্পিকে ৫টি ইভেন্ট করার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছে বাংলাদেশ। শুটিংয়ে শারমিন আক্তার রত্না, অ্যাথলেটিঙে মোহন খান, সাঁতারে মাহফিজুর রহমান সাগর, আরচারিতে ইমদাদুল হক মিলন ও জিমন্যাস্টিঙে সাইক সিজার।
এবারের অলিম্পিকে দেশের জন্য বিরল সম্মান বয়ে আনবে অ্যাথলেটরা এমনটাই প্রত্যাশা সবার।