লন্ডন, ২৮ জুলাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলিম্পিক গেমস ২০১২’র উদ্বোধনী অনুষ্ঠানের আগে শুক্রবার সন্ধ্যায় বাকিংহাম প্রাসাদে রাণী দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের দেয়া রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে আমেরিকার ফার্স্টলেডি মিশেল ওবামা, জাতিসংঘ মহাসচিব বান কি মুন, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভদভ ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র প্রেসিডেন্ট জ্যাকুয়েস রগ উপস্থিত ছিলেন।
এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদও এ সময় উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাসহ অতিথিদের স্বাগত জানিয়ে রাণী বলেন, “আমাদের অলিম্পিক দলগুলোকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তরুণ-তরুণীরা অলিম্পিকের বিভিন্ন খেলায় অংশ নিয়ে তাদের সৌকর্য ও নৈপুণ্য প্রদর্শনে নিজেদের উৎসর্গ করছে।”
রাণী আরো বলেন, “অলিম্পিকের এসব দলের পেছনে রয়েছে হাজার হাজার আয়োজক, স্বেচ্ছাসেবী ও সমর্থক। এসব দলের নৈপুণ্য কেবল বৃটেনের অলিম্পিক ভেন্যুগুলোতে নয়, সারা বিশ্ব থেকেও প্রত্যক্ষ করা যাবে। তাই আমি আপনার ও আপনার দেশের সফল, আনন্দদায়ক ও স্মরণীয় অংশগ্রহণের প্রার্থনা করছি।”
এরপর শেখ হাসিনা অলিম্পিক স্টেডিয়ামে অলিম্পিক গেমস ২০১২’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
সজীব ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ৩০তম গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে বর্তমানে লন্ডন রয়েছেন। -বাসস