নারায়ণগঞ্জ, ২৯ জুলাই: নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের গোদনাইলে নির্মাণাধীন পার্ক গ্রিণল্যান্ড নামের একটি ভবনের ভিতর সিমেন্টের বস্তা চাপা পড়ে পিতা পুত্রসহ পাঁচজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে।
রোববার সকাল ৮টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আদু (৫০), তার ছেলে রাকিব (২০), নাজমুল (২৭), নাসিরউদ্দিন (২২)এবং জসিম (২০)।
আজ সকালে দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই সময় ভবনের ভিতর ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর সিমেন্টের বস্তার পড়লে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পরই পুলিশ ও ডেমরা দমকল স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।