বার্তা ৭১ ডট কমঃ ভারতের পার্লামেন্টে লোকপাল বিল পাসের দাবিতে দেশটির দুর্নীতি বিরোধী এবং প্রবীন গান্ধীবাদী নেতা আন্না হাজারে রোববার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন। রোববার নয়া দিল্লির জন্তরমন্তর থেকে তিনি তার আমরণ অনশন শুরু করেন।
অনশন শুরুর আগে তার সমর্থকদের উদ্দেশে আন্না বলেন, “সরকার যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টে লোকপাল বিল পাস না করছে ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন।” তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “সরকার তাদের সঙ্গে আবার সময় নিয়ে প্রতারণা করছে।”
এদিকে তার দল “টিম আন্না” গত ২৫ তারিখ থেকেই অনশন চালিয়ে যাচ্ছে। রোববার তাদের সঙ্গে আন্না হাজারে স্বয়ং যোগ দিলেন।
তবে গত চারদিন ধরে জন্তরমন্তরে টিম আন্না তাদের অনশন চালিয়ে গেলেও ক্রমেই যেন তাদের সমাবেশস্থলে সমর্থকদের ভিড় কমছে। রোববার অনশনে যোগ দিয়ে এ বিষয়ে আন্না বলেন, “অনশনস্থলে সমাগম কম হওয়া নিয়ে তারা চিন্তিত নন। কারণ জনতা একা কোনো আন্দোলন করতে পারে না।” তার অনশনস্থলে কত মানুষ এসে যোগ দিলো তা নিয়ে বিব্রত নন বলেও আন্না জানান। সূত্র: টিওআই/এনডিটিভি