বার্তা ৭১ ডট কমঃ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জানালেন হুমায়ূন আহমদের স্মরণে ঢাকায় একটি সড়কের নামকরণ করা হবে।
রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জনতা ব্যাংক দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিশ্বব্যাংক আমাদের ওপর একের পর এক অভিযোগ চাপিয়ে দিচ্ছে । গরিব দেশ বলে তারা আমাদের নিয়ে খেলা করছে। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন বিশ্ব ব্যাংকের দাবি অনুযায়ী আবুল হোসেন পদত্যাগ করার পর এখন তারা বলছে আগে কেন পদত্যাগ করেনি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মতো জাতীয় সংসদেও দেশের উন্নয়নবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হওয়া প্রয়োজন। যদি তা সংসদে করা হতো তাহলে দেশের সর্ববৃহত্ পদ্মা সেতু নির্মাণে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যেত। বেরিয়ে আসত অনেক অজানা বিষয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন, বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অরুণকুমার গোস্বামী, রূপালী ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমান প্রমুখ জনতা ব্যাংক দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। রানারআপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।