বার্তা ৭১ ডট কমঃ ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনত শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠক শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম সোমবার বিকেলে জানিয়েছেন, শিক্ষকদের গণপদত্যাগের সিদ্ধান্ত ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে, তবে প্রতীকী অনশন চলবে।
এর আগে দুপুরে জরুরি সভায় বসার আগে তিনি সাংবাদিকদের বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসে কি না আমরা তা দেখব। আমাদের গণপদত্যাগের যে সিদ্ধান্ত ছিল- সে বিষয়ে সভা শেষে জানাব।”
অন্যদিকে শিক্ষামন্ত্রণালয়ের ওই সভা থেকে কোনো সিদ্ধান্ত জানাননি মন্ত্রী। সংশ্লিষ্টদের নিয়ে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তারা সঙ্কট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।