বার্তা ৭১ ডট কমঃ সাঁতারে ব্যক্তিগত পদক তালিকায় এই মুহূর্তে যিনি শীর্ষে আছেন অলিম্পিকের আগে তাকে সেভাবে কেউ চিনতো না। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল ফেলপস এবং রায়ান লোক্টির ওপর দৃষ্টি ছিলো সবার। ওই দু’জনকে ছাপিয়ে এখন অলিম্পিক সাঁতারের নায়ক ফ্রান্সের ২০ বছরের তরুণ অ্যানেল ইয়ানিক।
আগের রাতের ঘটনা, ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে যুক্তরাষ্ট্রকে হতাশ করে ফ্রান্স জিতেছে সোনার পদক। তা ওই ইয়ানিকের জন্যই সম্ভব হয়েছে। তার দলের প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের সাঁতারুদের পেছনে ছিলো। শেষ রাউন্ডে তিনিও ৯০ মিটার পর্যন্ত রায়ান লোক্টির পেছনে। শেষ ১০ মিটারে এমন ঝড় তুললেন রায়ানের আগে গিয়ে টাচ লাইনে হাত ছোয়ালেন।
ফরাসি তরুণ সোমবার রাতে আরেকটি ঘটনা ঘটিয়েছেন। ২০০ মিটার ব্যক্তিগত ফ্রিস্টাইলে জিতলেন সোনার পদক। এই ইভেন্টে রায়ান লোক্টিও ছিলেন। কিন্তু তিনি হয়েছেন চতুর্থ। একেবারে প্রথম থেকে শেষপর্যন্ত দাপটের সঙ্গে সাঁতরেছেন ইয়ানিক। ১ মিনিটি ৪৩.১৪ সেকেন্ট সময় নিয়েছেন তিনি। বেইজিংয়ে রৌপ্য জয়ী পার্ক তে হুয়ান এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণ জয়ী সান ইয়াং একই সময়ে শেষ করায় যৌথভাবে দ্বিতীয় হয়েছেন।
যুক্তরাষ্ট্রের গ্রেভারস ম্যাথু ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণ। তার লেগেছে ৫২.১৬ সেকেন্ড। তার স্বদেশি থামাস নিকি রৌপ্য এবং জাপানের আইরি রসুকে ব্রোঞ্জ পদক পান।
নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাজিতাম করেছেন অখ্যাত এক সাঁতারু। লিথুয়েনিয়ার ১৫ বছর বয়সী মিলোটটি রুতা ১ মিনিট ০৫.৪৭ সেকেন্ট সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। দ্বিতীয় যুক্তরাষ্ট্রের সনি রেবেকা এবং তৃতীয় জাপানের সুজুকি সাতোমি।
১০০ মিটার ব্যাকস্ট্রোক নারী ইভেন্টেও অসম্ভব লড়াই করে স্বর্ণ পদক জিতেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মিসি ফ্র্যাঙ্কলিন। ৫৮.৩৩ সেকেন্ট লেগেছে তার। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার সিবুম এমিলি। তৃতীয় জাপানের তেরেকাওয়া আইরা।