ঢাকা, ১ আগস্ট : পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ৪-৬ আগস্ট ঢাকায় বৈঠকে বসবে দুই দেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার মালয়শিয়ার সরকারি সংবাদ সংস্থা বারানামা পরিবেশিত খবরে বলা হয় এ লক্ষ্যে ঢাকা সফরে আসছেন দেশটির সরকারের দক্ষিণ এশিয়া অবকাঠামো বিষয়ক বিশেষ দূত দাতোক সেরি এস সেমি ভেল্যু। সফরকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করবেন ওই বিশেষ দূত।
ইতোমধ্যে মালয়শিয়ার পক্ষ থেকে পদ্মা সেতু প্রকল্পের কারিগরি এবং অর্থনৈতিক বিভিন্ন খুঁটিনাটি বিষয় সুরাহা হয়েছে বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থাটি। সেতু নির্মাণ ব্যায় বেড়ে ৩৫০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে উভয় দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে বলে সংবাদ সংস্থাটি আভাস দিয়েছে।
সেতু নির্মাণের পর এর মালিকানায় থাকবে মালয়শিয়ান পক্ষ। ঋণ দেয়া অর্থ সমন্বয়ের পর বাংলাদেশের নিকট তা হস্তান্তর করা হবে।
গত এপ্রিলে কুয়ালালামপুর সফরকালে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, ২৯ জুন দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় প্রতিশ্রুত ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু নির্মাণের ঋণ প্রকল্প বাতিল করে বিশ্বব্যাংক।